টাংগাইল জেলা শিক্ষা কর্মকর্তাগণদের সাথে রিসোর্স টিচারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি:
বাংলাদেশ রিসোর্স টিচার্স এসোসিয়েশন(বিআরটিএ)
টাংগাইল জেলা শাখার উদ্যোগে টাংগাইল জেলা শিক্ষা অফিসার সহ কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে টাংগাইল জেলার সকল রিসোর্স টিচারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

আজ বুধবার,১৩ জানুয়ারি ২০২১ খ্রি.সকাল ১১.০০ টায় টাংগাইল শহর প্রানকেন্দ্রে অবস্হিত ফুড গার্ডেনে বিআরটিএ জেলা সভাপতি আলম হোসেন এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আপেল মাহমুদ সুজনের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মতবিনিময় সভায় উপস্হিতি ছিলেন জেলা সহকারী পরিদর্শক মো.আবুল খায়ের মোহাম্মদ সবুক্তগীন,জেলা সহকারী পরিদর্শক মো.ইমরান হাসান,জেলা ট্রেনিং
কো অর্ডিনেটর মো.আ.মান্নান, সহকারী পরিদর্শক মোছা.বিথী।

 আরও উপস্হিতি ছিলেন বিআরটিএ এর কেন্দ্রীয় সভাপতি মো.আমিনুল ইসলাম,কেন্দ্রীয় সহ সভাপতি মো.তৌহিদুল ইসলাম রুকন সহ টাংগাইল জেলার নাগরপুর ও সখিপুর উপজেলার কর্মরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রিসোর্স টিচার বৃন্দ।

জেলা শিক্ষা অফিসার লায়লা খানম মহোদয় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিতি থাকার কথা থাকলেও সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি মতবিনিময় সভায় যোগদান করতে পারিনি পরে জেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে জেলা শিক্ষা ভবনে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত শেষে আজকের মতবিনিময় সভার কাজ শেষ করা হয়।
 
উল্লেখ্য যে, প্রত্যন্ত অঞ্চলে অপেক্ষাকৃত কম সুবিধাসম্পন্ন 
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ঝড়ে পড়ারোধ, পাশের হার বৃদ্ধি,  বাল্যবিবাহ রোধ, ইংরেজি, বিজ্ঞান ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের ভয়ভীতি কাটিয়ে মেধাবী করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা মন্ত্রনালয়ে অধীন সেকেন্ডারী এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) ১৪২ টি উপজেলায় ১০০০ জন রিসোর্স টিচার নিয়োগ দেয়।বর্তমানে কর্মরত আরটিগণ অনেক দক্ষতার সহিত অত্যন্ত সুনামের সাথে তাদের স্ব স্ব প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ