মোহনগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পদে রকিব সম্পাদক পদে মাসুম নির্বাচিত

আজহারুল ইসলাম মোহনগঞ্জ প্রতিনিধি নেত্রকোনাঃনেত্রকোনার মোহনগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিঠির সভাপতি পদে রফিকুল ইসলাম রকিব এবং সাধারণ সম্পাদক পদে মাসুম আহমেদক নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাবে আয়োজিত সংগঠনের সকল সদস্যদের উপস্থিতে কার্যকরী কমিঠির মিটিংয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফিকুল ইসলাম রকিব সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। 
এদিকে  সাধারণ সম্পাদক পদে মাসুম আহমেদ ও মেহেদী ইকবাল দোলন প্রার্থী হলে ভোটিংয়ের মাধ্যেমে পুণরায় মাসুম আহমেদ বিজয়ী হন। 
১১ জন বিশিষ্ট কমিটির বাকী সদস্যরা হলেন,সহ-সভাপতি মোঃজহিরুল আলম শেখ ও মোঃ আলতাব হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক মানিক তালুকদার, ও সুবল ধর, কোষাধ্যক্ষ সাইফুল আরিফ জুয়েল, সাহিত্য সম্পাদক মোঃ আব্দুর রব খান ঠাকুর, ক্রীড়াসম্পাদক দুলাল ধর, সম্মানিত সদস্য তাহমিনা সাত্তার ও শেখ লুৎফা।  

নির্বাচন পরিচালনা করেন মোঃ আলতাব হোসেন এবং সহযোগীতা করেন এডভোকেট কালীকান্ত সরকার।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ