নিউজ ডেস্কঃ সবকিছুর সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায়ও এসেছে কিছুটা নতুনত্ব। নানা কৌশল ও মাধ্যমে প্রার্থীরা চাইছেন ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে।
সবসময়ের মতো ভোটের মাঠে নানান রকমের স্লোগানে মিলছে প্রার্থীদের নির্বাচনী ইশতিহার। পরিচিত গানের কলি কানে ভাসছে 'নির্বাচনের সুরে'। বেলা বাড়ার সাথে সাথে স্লোগানে মুখরিত হচ্ছে পুরো চাঁটগা। শহরের অলি-গলি ছাপিয়ে রাজপথে মাইকে ভেসে আসছে ছন্দময় স্লোগান।
কিন্তু এক্ষেত্রে একটু ভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন লালখানবাজার ১৪নং ওয়ার্ড এর বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত মোঃ বেলাল।
অন্যরা যেখানে প্রচারণা শুরু করে বেলা করে, সেখানে তিনি শুরু করেন ফজরের আলো ফোটার সাথে সাথে।
তার এলাকায় সকালে যারা ধর্মীয় উপাসনালয়ে আসেন কিংবা যারা থাকেন উপাসনালয়ে৷ তাদের সকালটা শুরু হয় বেলাল হোসেনের নির্বাচনী লিফলেট পেয়ে।