রৌমারীতে ২০৮৫পিস ইয়াবাসহ আটক-২

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ২০৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ জামালপুর। ৫ জানুয়ারি মঙ্গলবার সন্ধার দিকে উপজেলা সদরের রৌমারী মডেল সরকারি বিদ্যালয় চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রামের আব্দুস সালামের ছেলে রফিকুল ইসলাম (২৫) ও সদর ইউনিয়নের চর ফুলবাড়ি গ্রামের জিয়াদ আলীর ছেলে জাইদুল ইসলাম (২৩)।
এ ব্যাপারে জামালপুর র‌্যাব-১৪র কমান্ডার এএসপি সবুজ রানা সাংবাদিকদের জানান, আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে ২০৮৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে র‌্যাব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।

এব্যাপারে রৌমারী ওসি মোন্তাছের বিল্লাহ জানান, র‌্যাব বাদি হয়ে একটি মামলা করেছে। বুধবার সকালে তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ