চট্টগ্রাম প্রতিনিধি, হাসান রিফাতঃ ১ জানুয়ারী নগরীর হালিশহর বড়পোলে "অনোমা মাল্টি-পারপাস কো-অপারেটিভ লিঃ নতুন অফিসের শুভ উদ্বোধন হয়েছে ০১ জানুয়ারী,শুক্রবার বিকেল সাড়ে ৫টায়।
সংস্থার পরিচালক মোঃ হানিফের সভাপতিত্বে উদ্বোধনী সভায় শুরুতে কোরআন তেলওয়াত করে ও দোয়া মাহফিল, বিশেষ মুনাজাত করে প্রতিষ্ঠানের সূচনা হয়। এসময় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিইপিজেডস্থ "এডিডিএস-এনজিও সংস্থার নির্বাহি পরিচালক,সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা, আলোচক অতিথি ছিলেন-ইংলিশ মিডিয়াম স্কুলের সিনিয়র সহকারী শিক্ষীকা মিসেস হালিদা রশিদ, আরো বক্তব্য রাখেন অনোমা মাল্টি-পারপামের পরিচালক মোঃ হাসান, পরিচালক(সমন্বয়) মোঃ ফিরোজ হোসাইন, সংগঠক কণা দাশ সহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন কালে অতিথিরা বলেন, সর্বক্ষেত্রে সমন্বয় করে অনোমা মাল্টি-পারপাসের কার্যক্রম জনগণের মাঝে পৌছে দিতে বিশেষভাবে অনুরোধ করেন।
পরিশেষে সকলের মাঝে ইংরেজী নববর্ষ'র মিষ্টি বিতরণ করা হয়।