এস.এম অলিউল্লাহ ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধিঃ নবীনগর উপজেলা কুড়িঘর গ্রামের সামাজিক সংগঠন সেচ্ছাসেবী ফাউন্ডেশন এর দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কুড়িঘর বাজারে তাদের নিজস্ব অফিসে উক্ত দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ আশরাফ আলী জিহাদি,মাওঃ আবুল কালাম আজাদ,আঃ কাদির,আবু হানিফ,মিজানুর রহমান,রফিকুল ইসলাম ,প্রমূখ।
কাউন্সিলে সদস্যদের প্রত্যক্ষ্য ভোটে সংগঠনের নতুন ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয় সাইমুম কবির,এছাড়া সিনিয়র সহ-সভাপতি-আব্দুর রাজ্জাক সহ-সভাপতি হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক সফিউল্লাহ, অর্থ সম্পাদক মামুন, প্রচার সম্পাদক টিএম তারেক,যুবওক্রীড়া সম্পাদক সিরাজুল ইসলাম শিক্ষা বিষয়ক সম্পাদক রুহুল আমিন,ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ মুফতি সুহেল আবির,সমাজ কল্যাণ সম্পাদক আঃ আউয়াল ওয়াসিফ, যোগাযোগ বিষয়ক সম্পাদক লাল মিয়া সরকার,।
নির্বাচিত কমিটি আগামী ২০২১-২০২২ইং
পর্যন্ত দায়িত্ব পালন করবেন। কাউন্সিল অধিবেশনের পূর্বে পবিত্র কোরআন তেলায়ত ও সংগঠন দেশবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সবশেষে আমন্ত্রিত অতিথি বৃন্দরা নব নির্বাচিত কমিটির সভাপতি, সেক্রেটারি ও কমিটির উপস্থিত সদস্যদেরকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান।