হাসান সাদী, নাগরপুর (টাঙ্গাইল) উপজেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগ নেতা রিপন খান টিটন এর উদ্যোগে দলীয় অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল আলীম দুলাল,সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম অপু,জাহিদুল ইসলাম জাহিদ,ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক উজ্জল হোসেন মোল্লা,উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনিসুজ্জামান তুহিন,গয়হাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজীব আহম্মেদ রাজু,ছাত্রলীগ নেতা হিমেল মাহমুদ সহ আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন।