স্টাফ রিপোর্টারঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল ৩রা জানুয়ারি ২০২১ সন্ধ্যায় ৩ নং ওয়ার্ডের আটলিয়ার মশিউর রহমানের বাড়িতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার এক নম্বর গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আটলিয়া গ্রামের মশিয়ার রহমানের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি প্রভাষক মহসীন আলী,উক্ত ৩ন ওয়ার্ডের আওয়ামী - যুবলীগের সভাপতি আলতাফ হোসেন, সম্পাদক মহিদুল ইসলাম, সাবেক মেম্বার ও আটলিয়া দাখিল মাদরাসার সুপার তালিমুল ইসলাম, ব্যাংদাহ সম্মিলীত মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মিলন হোসেন প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এমপি প্রতিনিধি (প্রতিনিধি-২)আশরাফুল ইসলাম, জয়নাল হোসেন, তালিমুল ইসলাম, মিলন হোসেন,গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সাবেক সভাপতি জয়নুর রহমান,মিয়ারাজ আলী, উকিল হোসেন, কামারুল ইসল, মোহাম্মদ আলী, আব্দুল মজিদ মাস্টার,যুবলীগ নেতা মুরাদ আলী, তরিকুল ইসলাম,ছামাউল হোসেন, ছাত্র লীগ নেতা শামীম হোসেন সহ দুই শতাধিক পাঁচ শতাধিক আওয়ামী প্রেমী লোকজন উঠান বৈঠকে উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমানকে চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে পাস করিয়ে তবেই তারা ঘরে ফিরবেন বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন।
অনুষ্ঠানে চেয়ারম্যান পদ প্রার্থী আমিনুর রহমান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।