পটিয়ায় বোয়ালখালী একাডেমি'কে ৩-০গোলে পরাজিত করেন এফসি ফুটবল দল

সেলিম চৌধুরী পটিয়াঃ-পটিয়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট খেলা ২৪ জানুয়ারি পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকেল ৪ টায় শুরু হয়। উক্ত ফুটবল  টুর্নামেন্ট খেলায় ১৬ টি দল অংশ গ্রহণ করে। রবিবার প্রথম খেলায় পটিয়া এফসি ফুটবল দল বোয়ালখালীতে ফুটবল একাডেমি'কে ৩-০ গোলে পরাজিত করে। এতে পটিয়া এফসি ফুটবল দলের প্রথম গোল করেন মোঃ শেফায়েত ২ টি গোল করেন মোঃ মুন্না। উক্ত পটিয়া এফসি ক্লাবের টিম ম্যানেজার ছিলেন মোস্তাক আহমদ। প্রতিদন্ধিমুলক ফুটবল খেলা দেখতে পটিয়া মাঠে হাজার হাজার দর্শকদের  উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। এসময় উপস্থিত ছিলেন মোঃ বেলাল উদ্দিন, মিজানুর রহমান, আইয়ুব আলী, মোঃ হারুনুর রশিদ, মোঃ খোরশেদ আলম। মোস্তাক আহমদ জানান, খেলাধুলা যুবসমাজের অবক্ষয় রোধ করে। তরুণ প্রজন্মের ছেলেরা লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় অবসরে 
মনোনিবেশ হওয়ার আহবান জানান। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ