সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে সাবেক মহিলা এমপির কম্বল বিতরণ

মাসুদ রানা  সিরাজগঞ্জ  জেলা  প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ৩শ দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল,মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করেছেন  সিরাজগঞ্জ ও পাবনা সংরক্ষিত আসনের  সাবেক জাতীয়  সংসদ সদস্য সেলিনা বেগম  স্বপ্না। এসময় তিনি বলেন, দেশের বিত্তবান মানুষ যদি একটু সাহার্য্যের হাত এগিয়ে দেয় তাহলে কোন দরিদ্র অসহায় মানুষ আর শীতে কষ্ট পাবে না। যার যেমন সামর্থ রয়েছে সে তার স্থান থেকে মানবিক দিক বিবেচনা করে সমাজের দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আহব্বান জানান তিনি। তিনি আরও বলেন বঙ্গবন্ধুর শেখ মুজিবুর  রহমানের সুযোগ্য কণ্যা  দেশরত্ন  জননেত্রী  শেখ  হাসিনা  চান দেশের কোন মানুষ যেন শীতে কষ্ট না পায়। মঙ্গলবার   সকাল সাড়ে ১১ টার দিকে শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুড়িয়া গ্রামের নিজ বাস ভবন থেকে ব্যক্তিগত তহবিল এবং উদয়ন  মুক্তিযোদ্ধা পরিবার  কল্যাণ সংস্থার যৌথ উদ্দ্যোগে  ৩শ দরিদ্র পরিবারকে কম্বল এবং করোনা ভাইরাস সংক্রমণ  প্রতিরোধে হ্যান্ডরাব ও মাস্ক বিতরণ করেন । 
এসময়  মহিলা বিষয়ক অধিদপ্তরের  উপপরিচালক  কানিজ  ফাতেমা, মোঃ সবুজ সরকার, শিয়ালকোল ইউনিয়ন  আওয়ামী লীগের  সাধারণ  সম্পাদক মোঃ জামাল উদ্দিন  তালুকদার, ইউপি  সদস্য  শাজাহান  আলী  সহ ওয়ার্ড আ.লীগের   নেতা কর্মী  উপস্থিত ছিলেন

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ