নওগাঁর আত্রাই দীর্ঘ দিনপরে ইফার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


মোঃ ফিরোজ হোসেন, রাজশাহী ব্যুরোঃনওগাঁর আত্রাইয়ে আজ মঙ্গলবার  বার সকাল ১০ ঘটিকায়  ইসলামিক ফাউন্ডেশন এর  মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে আত্রাই উপজেলার সকল শিক্ষকদের নিয়ে করোনার কারনে দীর্ঘ ১১ মাস পরে  উপজেলা ইফাঃ  হলরুমে  আয়োজিত  মাসিক সমন্বয় সভা  আলোচনা হয়৷ 
সভায় সভাপতিত্ত করেন আত্রাই  উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ হযরত আলী ৷ বক্তব্য রাখেন মোঃ আবুল হোসেন, এমসি আত্রাই উপজেলা ইফাঃ মোঃ আঃ রাজ্জাক জিসি,মোঃ রেজাউল ইসলাম জিসি,মাওঃ মোঃ আঃ জলিল জিসি,ইফাঃ আত্রাই নওগাঁ৷  
উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ ফিরোজ হোসাইন যুগ্ন সাধারণ সম্পাদক আত্রাই প্রেসক্লাব,  
উক্ত মাসিক সমন্বয় সভায়
সভাপতি বলেন আমরা আল্লাহর হুকুম মেনে চলবো৷ আমরা সবাই অংশ নিবো, সমাজে বাল্যবিবাহ, মাদকাসক্ত, ইভটিজিং, জঙ্গীবাদ দুর করার জন্যে বিভিন্ন দিক নিয়ে নিয়ে আলোচনা করা হয় এবং এই বিষয়ে সবাইকে সচেতন করতে  আত্রাই উপজেলার ঈমাম ও ইফার শিক্ষকদের কে পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠান্টি দোয়ার মাধমে সমাপ্ত করা হয় এবং দেশবাসীর শান্তি কল্যান কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ