স্টাফ রিপোর্টার:গুলবাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। আজ পহেলা জানুয়ারি শুক্রবার সারা বাংলাদেশের ন্যায় যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গুলবাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
উক্ত বই বিতরণ অনুষ্ঠান টি সকাল সাড়ে নয়টায় শুরু হয় ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কপোতাক্ষ নিউজ এর সম্পাদক ও প্রকাশক প্রভাষক মহসীন আলী।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন হোসেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মাস্টার সেরেস তালি ,আওয়ামী লীগ নেতা ইরাদ আলী সহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও কোমলমতি ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকবৃন্দ। বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে কোমলমতি ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ আনন্দিত হয়ে ওঠেন।
