আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কাগমারী গ্রামে উঠান বৈঠকে যোগদান করেন-আমিনুর রহমান

স্টাফ রিপোর্টার: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে  কাগমারী গ্রামে উঠান বৈঠকে যোগদান করেন-আমিনুর রহমান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ১ নম্বর গঙ্গানন্দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কাগমারি গ্রামের আওয়ামী লীগ নেতা বাক্কা ঢালীর বাড়িতে আজ (৫ ই জানুয়ারি)সন্ধ্যায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান , বর্তমান এমপি প্রতিনিধি  ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামাদ, আওয়ামী লীগ নেতা মোহর আলী, নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম,ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী , যুবলীগ নেতা আশিকুর রহমান, ছাত্রলীগ নেতা আবুল ফজল বাবু সহ শতাধিক নেতাকর্মী। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমান সকলের খোঁজ খবর নেন এবং পূর্বের কোন ভুল ত্রুটি হলে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন সাথে আগামীতে সকলকে সাথে নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ।অপরদিকে উপস্থিত সকলে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমানের সাথে থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের কান্ডারী হয়ে যেন  অত্র ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন পরিষদে রূপান্তরিত করতে পারেন সেই প্রত্যাশা চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর রহমানের কাছে  করেন। তিনিও  তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং তার পক্ষে দোয়া ও সমর্থন চাওয়ার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ