চিড়িয়াখানার বন্ধী খেলা সরোয়ার জাহান

মনে অনেক আশা নিয়ে
গেলাম চিড়িয়াখানা 
দেখতে পারবা সব কিছু ভাই
ছুইতে পারবানা,,

দেখলাম একটু সামনে গিয়ে
দাড়ীয়ে আছে হাতি
তার সামনে যাচ্ছে না কেউ
মারবে বলে লাথি,,,,

দেখতে হাতি নাদুস নুদুস 
ভাব মারছে বেশ
নিজের শরীর দেখতে পেলে
সব কোরতো শেষ,,,, 

খাচার মধ্যে সাপ গুলো যে
শুয়ে আছে একা
ছােট বড় সবাই মিলে 
করতে যাচ্ছে দেখা,,,,

বানর গুলো লাফালাফি 
করে যে বার বার
ময়না পাখি কইনা কথা
কি বলবো যে আর,,,

জিরাফ টা যে মাথা নেড়ে
উপরের ঘাস খায়
তাইনা দেখে ছােট্ট বিড়াল
মিয়াও মিয়াও কই,,,

বাঘের হুংকার দেখা যায়না 
ক্লান্ত দেহ নিয়ে
তারপরও সে হাজার লোকের 
আনন্দ যাচ্ছে দিয়ে,,,

হরিণ গুলো ঘুরছে খাচায়
আছে তাও বন্ধি
তাইনা দেখে পাশের নেকড়ে
আটছে কত ফন্দি,,,

ঘোড়া দুটো ছাড়া আছে
চারিপাশে তাও ঘেরা
পাশে আছে জিব্রা বুড়ো
দিচ্ছে না যে সাড়া,,,

জলহস্তী কাদা মেখে
দাঁত কেলিয়ে হাসে
পরের খাচায় বন্ধু কুমির
থাকতে পারছেনা পাশে,,,

মরার মত পড়ে আছে 
বনের সিংহ রাজা
মনে হচ্ছে পাপ করে সে
পাচ্ছে অনেক সাজা,,,

ময়ুর দুটি মাঝে মাঝে
পেখম  মেলে দিচ্ছে 
তাইনা দেখে বাবু সোনারা 
অনেক মজা নিচ্ছে,,, 

মনের মত বন্ধু নেই যার
দোয়েল পাখি ময়না
মনের কষ্টে এখন তারা
কথা একটু কইনা,,,

গন্ডার টা দেহ নিয়ে
পারছে না ঘুরতে
মনের দুঃখে চিতা বাঘটা
পারছে না যে মরতে,,,

কবুতর গুলো বাক বাকুম
ভুলে গেছে আজ
পাশের ঘরে বন্ধি ঘুঘু
দিচ্ছে না আর সাজ,,,

গাধার কথা কি আর বলবো
সবার সাথে মিশে
বাদাম লেবু কলা গুলো
যাচ্ছে সারাদিন ফিসে,,,

বাঘের কাছে কেউ যাবেনা
গাধার পিচে বোঝা 
এসব দেখে বাড়ীর দিকে 
এলাম এবার সোজা,,, 

সব প্রাণী ভাল থাকুক
বন্ধি খেলা ঘরে
সবার মত সবাই থাকুক
কেউ না যেন মরে,,,।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ