শখের বসেই ফটোশুট ফারিয়ার, এখন ন্যাশনাল মডেল


নিজস্ব প্রতিবেদক: শখের বসেই ফটোশুটের জগতে পা রাখেন ফারিয়া খান। অনলাইনে বিভিন্ন পেজে কাজ করতে করতেই একদিন ফেসবুক স্ক্রল করতে গিয়ে চোখে পড়ে ‘Le Reve Face Hunt Competition’-এর একটি পোস্ট। কৌতূহল থেকেই অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেন তিনি।এরপর প্রাথমিক স্ক্রিনিংয়ের জন্য কল পান, যা তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। এরপর তিনি আরও অবাক হয়ে যান, যখন জানতে পারেন তিনি টপ ১৬-এ জায়গা করে নিয়েছেন। দুই দিনব্যাপী চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শেষ পর্যন্ত ‘উইনার’ হিসেবে নির্বাচিত হন ফারিয়া।

ফারিয়া বলেন, “আমি কখনো ভাবিনি সত্যিই বিজয়ী হতে পারব। এটা আমার জীবনের একটি বড় অর্জন।”  এর আগে গত ১২ই নভেম্বর অনুষ্ঠিত হয় গ্র্যান্ড গালা ও অ্যাওয়ার্ড নাইট, যেখানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।  ফারিয়ার মতে, এটি কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং আত্মবিশ্বাস ও স্বপ্নের পথে একটি দৃঢ় পদক্ষেপ। ভবিষ্যতে তিনি নিজেকে আরও বড় পরিসরে মডেলিং ও ফ্যাশন দুনিয়ায় দেখতে চান।


সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ