নিখোঁজ সংবাদ

মোঃ আরিফুল ইসলাম 
পিতাঃ মোঃ আছি মিয়া 
মাতা মোসাম্মৎ রাবিয়া বেগম
স্থানীয় ঠিকানা গ্রাম সুন্দপী পাড়া পোস্ট রায়ছটা থানা বাঁশখালী জেলা চট্টগ্রাম,বর্তমান ঠিকানা ডিনারী রোড নাজির পাড়া দক্ষিণ পতেঙ্গা পোস্ট মধ্যম পতেঙ্গা থানা পতেঙ্গা জেলা চট্টগ্রাম,গত ২/১/২০২১ ইং তারিখ সময় অনুমান ১০;৩০ ঘটিকায় মাইজপাড়া হযরত মামুন ফকির হেফজখানা হইতে কিছু না বলে বাহির হয়ে আর ফিরে আসে নাই অনেক খোঁজাখুঁজি করেন তার বাবা- মা ও আত্মীয় স্বজন, পরে পতেঙ্গা  থানায় জিডি করেন জিডি নং ১৮৫,বয়স ১২ বছর গায়ের বং- শ্যামলা উচ্চতা -৪"-৬'-পডনে কালো পাঞ্জাবি ও লুঙ্গি পরিহিত ছিল, কোন হৃদয়বান ব্যক্তি যদি ছেলেটাকে খোঁজ পেয়ে থাকেন তাহলে পতেঙ্গা মডেল থানায় বা  এই নাম্বার গুলোতে যোগাযোগ করুন 
জরুরী: ০১৮৭০৭৫২৫৩৯,
শওকত আলী ০১৮১৭৭৯৬১২৯
সাংবাদিক বেলাল উদ্দিন, ০১৮৩৮৯৬৭৬২১

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ