বসন্ত তোমার ভালোবাসার গন্ধ নেব বলে
আজও ঘুমাতে পারিনি ।
রঙিন দিনে মেঘলা আকাশের অপেক্ষায় ,
তুমি এসে জড়িয়ে নিলে অপেক্ষার পহরি হয়ে।
জানি থাকবেনা সাথী হয়ে যাবে ফিরিয়ে,
দূর অজানায় রঙিন হাওয়ায় ভাসিয়ে।
হয়তো তুমি আসবে ক্ষনিকের জন্য,
ভালোবাসার রঙ ছড়াতে।
ফাগুন তোমার শেখানো ভালোবাসার,
সাথী হয়তো হবোনা জানি।
তবুও তোমায় ভালোবাসি করোনা তুমি বেইমানী,
জানি তুমি আসবে ফিরিয়ে, হবে আমার সাথী।
আজ এসেছো তুমি সকল বাধা পেরিয়ে,
জীবনের নতুন গল্প সাজাতে।
