সাধারণ জ্ঞান পর্ব-১

১. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?-গোয়ালন্দ
২. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?- ৫টি
৩. পাল বংশের শ্রেষ্ঠ নরপতি কে?-ধর্মপাল
৪. বক্তিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে?- ১২০৪
৫.এগারো  দফা কখন ঘোষণা করা হয়? - ১৯৬৯ সালে
৬  আমি কিংবদন্তীর কথা বলছি - এর লেখক কে? আবু জাফর ওবায়দুল্লাহ
৭. কোন মুসলিম মনিষী সর্বপ্রথম নোবেল পুরষ্কার পান? -আনোয়ার সাদাত
৮. মহুয়া পালাটির রচিয়তা কে?  - দ্বিজ কানাই
৯. বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? - ১৯৫৫
১১.As the sun---,I decided to go out. Ans. was shining 
১২. শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?  - নায়েম( NIEAM)
১৩. 'শাবাস বাংলাদেশ ' ভাস্কর্যটির শিল্পী কে? -নিতুন কুন্ডু
১৪. স্টক শেয়ারের প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি? - ডিম্যাট
১৫. শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে? -বগুড়া
১৬. বাংলার নববর্ষ  পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? -সম্রাট আকবর 
১৭.বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়? - ১৯৮০
১৮. ইরাটম কি?  - উন্নত জাতের ধান
১৯. প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন?  - রকিবুল হাসান
২০.গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?  - হল্যান্ড


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ