টাংগাইলে ধুলেরচর মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী বড় সভা অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি:টাংগাইল[ধুলেরচর] জামিয়া আশরাফুল উলূম ও এতিমখানার উদ্যোগে বার্ষিক ইসলামী বড় সভা অনুষ্ঠিত হয়েছে, চলবে সন্ধ্যা পর্যন্ত।
আজ শনিবার,২০ ফেব্রুয়ারি ২০২১ খ্রি.সকাল ১০.০০ টা থেকে মাদ্রাসা ময়দানে অত্র মাদ্রাসার মুহতামিম এর সভাপতিত্বে বার্ষিক ইসলামী বড় সভা চলছে। দেশ বরেণ্য বিশিষ্ট হক্কানী আলেমগণ  কুরআন ও হাদীসের আলোকে বয়ান করতেছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ