স্টাফ রিপোর্টার : যশোরে মৃতের বাড়ি থেকে বাইসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হলে চোরের বিরুদ্ধে সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে যশোর সদরের কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামে।
এলাকাবাসী জানায়, ঘোপ গ্রামের মহাসিনের নবম শ্রেণির ছাত্রী লামিয়া গত ৭ ফেব্র"য়ারি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এদিন বাড়ির স্বজন ও প্রতিবেশিরা মৃত লামিয়ার দাফনে ব্যস্ত হয়ে পড়েন। এসময় তার পিতার বাইসাইকেলটি চুরি হয়। পরদিন সন্ধ্যায় চুরি হওয়া বাইসাইকেলটি পার্শ্ববর্তী নিমতলী বাজারে তৌহিদের সাইকেল গ্যারেজে পাওয়া যায়। স্থানীয়রা সাইকেলটি মৃত লামিয়ার পিতার দাবি করে কিভাবে তার
দোকানে এসেছে জানতে চান। তৌহিদ এসময় জানায়, ঘোপ গ্রামের ওয়াজেদ মোল্যার ছেলে হায়দার আলী তার কাছে ১ হাজার ২শ টাকায় বিক্রি করেছে। এ ঘটনায় গত ১৫ ফেব্র"য়ারি বিকালে সালিশী বৈঠক বসে। সেখানে হায়দার আলীকে হাজির হওয়ার কথা থাকলেও সে উপস্থিত হয়নি। এরপর সালিশী উপস্থিত সকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া
হয়।
এছাড়া সালিশী আরো জানানো হয়, সম্প্রতি ঘোপ পশ্চিমপাড়া ও উত্তরপাড়া জামে মসজিদের দুই ইমামের সাইকেল চুরি হয়েছে। ঘোপ সরকারি প্রাথমিক স্কুলের মাইকসেট ও কম্পিউটার সেট চুরি হয়েছে। এছাড়া গ্রামের বিল্লাল হোসেনের, আজিজুলের সাইকেল, শাখাওয়াত আলীর মোটরসাইকেল, তরিকুল ইসলামের মোটর, আব্দুল-াহ'র দোকানে, সরোয়ারের ছাগল চুরিসহ ৫০টি চুরি হয়েছে। এসব চুরির ঘটনার সাথে হায়দার আলীর জড়িত আছে বলে জানানো হয়।