মাগুরার কাউন্সিল পাড়ায় টিনের ছাদ কেটে দোকানের ৩.৫ লাখ টাকার মালামাল চুরি

মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরের প্রাণকেন্দ্র কাউন্সিল পাড়ার রংধনু সুপার মার্কেটের মশিয়ার স্টোরে গত রাতে ভয়াবহ চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক মোঃ মশিয়ার রহমান জানান সিগারেট, কসমেটিক্স, মোবাইল কার্ড, বিকাশের টাকা সহ অন্যান্য জিনিসের আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা । এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন রাতে এই এলাকা একটু শূনশান ও নিরব থাকায় চোর, নেশা খোর ও বখাটেদের আনাগোনা বৃদ্ধি পায়, তাই এলাকাবাসীর দাবি, প্রশাসনের উচিত রাতে এই এলাকা একটু নজরদারিতে রাখা।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ