যশোরে যুবককে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি : যশোর শহরের ঘোপ বেলতলা বউবাজার এলাকায় পারভেজ (৩২) নামে এক যুবককে মঙ্গলবার (১৬ ফেব্র"য়ারি) রাত সাড়ে ৭টার দিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি যশোর সদর উপজেলার বাহাদুরপুর হটাৎপাড়ার তোতা মিয়ার ছেলে পারভেজ ভ্যানে করে বিভিন্ন মালামাল বিক্রি করতেন। 
নিহতের খালা রওশন আরা জানান, স্থানীয়দের সংবাদে জানতে পেরে তিনি হাসপাতালে গিয়ে পারভেজের মরদেহ দেখতে পান। মুখ বাঁধা তিনজন এসে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় বলে তিনি জানান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে।
হাসপাতালের জরুরি বিভাগের ডা. এম আব্দুর রশিদ বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। কোতয়ালি থানার ইনসপেক্টর সুমন ভক্ত বলেন, পারভেজ নামে এক যুবক খুন হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার 
সাথে জড়িতে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। কারা কেন এই ঘটনা ঘটিয়েছে তা এখন বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ