মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ সিরাজগঞ্জে অবৈধ উপায়ে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে অবৈধ উপায়ে বিপণনের উদ্দেশ্যে বালু উত্তোলন করা হচ্ছে সংবাদ পেয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় শিমুল পঞ্চসোনা নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অপু নামক জনৈক ব্যক্তি এলাকায় অবৈধ উপায়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার অপরাধে ১৫ ধারায় অভিযুক্ত কে এক লক্ষ টাকা অর্থদন্ড দেয়া হয়। উক্ত,মোবাইল কোর্ট পরচালনায় ,সিরাজগঞ্জ আনসার বাহিনীর সদস্যগণ, উপজেলা ভূমি অফিসের স্টাফগণ সহযোগিতা করেন।
অবৈধ উপায়ে বালু উত্তোলন বিরোধী অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।