কুলাউড়ায় তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মোঃরেজাউল ইসলাম শাফি,কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃনড়াইলে আদালতে আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে  মিথ্যা মামলার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে কুলাউড়া উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৬ ফেব্রুয়ারি শনিবার বেলা ৪ ঘটিকার সময় উক্ত রায় বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

কুলাউড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুর রহমান সাইফুলের পরিচালনায় উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সভাপতি খন্দকার কার্জন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুহিত , সহ-সাধারণ সম্পাদক কাওছার আহমেদ বাপ্পু, কুলাউড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়কবৃন্দ, সদস্যবৃন্দ ও কুলাউড়া পৌর ছাত্রদলের সদস্য সচিব সহ পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ এবং কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ও যুগ্ম আহবায়ক সহ নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ