আলমগীর হোসেন, বাঙ্গরা বাজার থানা প্রতিনিধিঃ কুমিল্লা উত্তর জেলাধীন মুরাগনগর উপজেলার নবগঠিত বাঙ্গরা বাজার থানার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শশুর বাড়ি সংলগ্ন প্রবেশ পথের প্রধান গেট এর সামসের স্টিলের ব্রিজে আজ সকাল 10 ঘটিকায় ঘটে এমন অপ্রিতিকর ঘটনা।
দৈনিক কপোতাক্ষ নিউজ পোর্টালের বাঙ্গরাবাজার প্রতিনিধিএবং আকুব ইউনিয়নের পান্ডুঘর গ্রামের পান্ডুঘর সামসুদ্দিন আহাম্মদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের আলমগীর হোসেন সহকারি শিক্ষক (আইসিটি) ও মো মনিরুল ইসলাম সহকারী শিক্ষক (ইংরেজী) আজ সকালে স্কুলে যাওয়ার পথে এমন ন্যাক্কার জনক ঘটনার কবলে পরে। এবং এই ঘটনার পরিপেক্ষিতে যানজট তৈরীতে এই ধরনের গাড়ি ও গাড়ির চালকদের দায়ী করে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করে।