![]() |
করোনার টিকে নিচ্ছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি |
মামুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের প্রথম ভ্যাকসিন গ্রহন করে করোনা টিকা কর্মসূচীর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের এমপি ইকবালুর রহিম।
আজ রোববার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা টিকা প্রদান কেন্দ্রে উক্ত করোনা টিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। প্রথমে স্বাস্থ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার পরপরই টিকা গ্রহন করেন হুইপ ইকবালুর রহিম এমপি। এরপর চিকিৎসক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ ৫৫ বছরের উর্ধ্বে ব্যক্তিরা টিকা গ্রহন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, দিনাজপুর সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ, পুলিশ সুপার আনোয়ার হোসনসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
দিনাজপুরে মোট করোনা টিকা মজুত রয়েছে ৯৬ হাজার ডোজ এবং প্রথম ধাপে দেয়া হবে ৪৫ হাজার জন মানুষকে। এ্যাপসের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষ নিবন্ধন করেছেন।