স্থানীয় সরকার বিভাগে লোক নিয়োগ করা হবে

স্থানীয় সরকার বিভাগের তিনটি পদে ১৮ জনকে নিয়োগ দেয়া হবে বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে প্রার্থীরা আগামী ২৮শে ফেব্রুয়ারি ২০২১  পর্যন্ত আবেদন করতে পারবে।
পদের নাম ও সংখ্যা:
কম্পিউটার অপারেটর গ্রেড-১৩, (২ জন )
সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড- ১৩ (৭ জন )
অফিস সহায়ক গ্রেড-২০ (৯ জন )
আবেদনের যোগ্যতা:
আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা পদ ভেদে আলাদা যা বিজ্ঞপ্তিতে জানা যাবে।
প্রার্থীর বয়স:
প্রার্থীর বয়স (৩০/০১/২০২১) তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা( http.//lgd.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদন ফরম নিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দিতে পারবে।
সূত্র:প্রথম আলো




সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ