মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে তেঁতুলিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের রক্তদান কর্মসূচি




তেঁতুলিয়া প্রতিনিধিঃ
 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে তেঁতুলিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের রক্তদান কর্মসূচি উদযাপন হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শিত পথে ছাত্রলীগের নেতাকর্মীরা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সেই ধারাবাহিকতায় আজকে এই কর্মসূচির মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়াবে, রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাবে।
 তেঁতুলিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক  রকি বলেন,আজকে রক্তদান কর্মসুচী  মাধ্যমে একটি ত্যাগের মানসিকতা গড়ে উঠবে। ছাত্রলীগকে আদর্শবান হতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে। শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়ার জন্য সোনার মানুষ হতে হবে।

উক্ত রক্তদান কর্মসুচী রক্তদান করেন মো বিপ্লব হোসেন, সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ,৭ নং ওয়ার্ড তেঁতুলিয়া সদর ইউনিয়ন, তেঁতুলিয়া, পঞ্চগড়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো হালিম রানা, 

পঞ্চগড় জেলা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান আক্তার বলেন, ছাত্রলীগ সব-সময় মানুষের পাশে ছিলো,সব-সময় থাকবে,মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে তেঁতুলিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের রক্তদান কর্মসূচি কে সাধুবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ