মোঃ সবুজ মিয়া বগুড়া প্রতিনিধিঃ বগুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর ও পুনরায় প্রার্থী রুহুল কুদ্দুস ডিলু এবং তার লোকজনের হামলায় আওয়ামী লীগের প্রার্থী আবদুল মজিদ গুরুতর আহত হয়েছেন।
সকালে শাজাহানপুর উপজেলা বেজোড়া মুন্সিপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। মজিদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, আহত কাউন্সিলর প্রার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলা হয়েছে, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এজাহার সূত্র ও স্থানীয়রা জানান, মজিদকে মারধর ও ঊরুতে ছুরিকাঘাত করা হয়েছে। এ প্রসঙ্গে রুহুল কুদ্দুস ডিলু জানান, তিনি জামায়াত সমর্থক। তবে তিনি বা তার লোকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মারধর করেননি। ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল বাকি অবিলম্বে এ ঘটনায় জড়িত ডিলু ও তার লোকজনকে গ্রেফতার দাবি করেছেন। থানার ওসি বলেন, অভিযোগের সত্যতা মিললে জামায়াত প্রার্থী ডিলু ও তার লোকজনকে গ্রেফতার করা হবে।