কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সারা দেশের ন্যয় আজ বেলা ১২ টায় কুড়িগ্রামের উলিপুর উপজেলায় করোনা ভ্যাকসিন কোভিড-১৯ এর উদ্বোধন করা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভ্যাকসিনেশনের উদ্বোধন করেন কুড়িগ্রাম -৩ উলিপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন( অবঃ)।সংসদ সদস্য নিজে টিকে নিয়ে অনুষ্ঠানের শুরু করেন।এরপর সাবেক সিভিল সার্জন ও কুড়িগ্রাম জেলা বিএমএম সাধারণ সম্পাদক ডাঃ লোকমান হাকিম ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা টিকা নেন।সংসদ তার বক্তব্যে সকলকে টিকা নেবার জন্য আহ্বান জানান।তিনি টিকা নিয়ে সকলকে আতংকিত না হবার জন্য বলেন।