নওগাঁ জেলায় "আমরাই- বদলগাছী" সংগঠন এর উদ্যোগে কম্বল বিতরণ

রহমতউল্লাহ আশিকুর জামান নুর ,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার বদলগাছীতে  "আমরাই- বদলগাছী"  সংগঠনের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

মানবতার চেষ্টা দেওয়াল বিভিন্ন ছোট বড় সংগঠন তেমনি একটি সংগঠন নওগাঁ জেলার বদলগাছী থানা অন্তর্গত   "আমরাই- বদলগাছী" এর উদ্যোগে বদলগাছী উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে ৮ই ফেব্রুয়ারি  কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য -মীর মহীউদ্দীন আলমগীর চৌধুরী , মোঃ মোজাফফর হোসেন ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর সাব্বির আহমেদ চৌধুরী এবং আর উপস্থিত ছিলেন মোঃ পারভেজ পিয়াশ, মোঃআরমান মোস্তাক সহ-আরো  সদস্যবৃন্দ 
অনুষ্ঠানে বস্ত্রহীন হতদরিদ্র মানুষের হাতে তুলে দেয়া হয় শীতবস্ত্র কম্বল।কম্বল পেয়ে ভুক্তভোগীরা বলেন তাদের এই কার্যক্রম তাদের একটি নতুন আস্থাভাজন তারা এ সংগঠনের দীর্ঘায়ু ও শুভ কামনা করে,তারা যেন মানুষের পাশে থেকে এভাবেই কাজ করে যেতে পারে। 

"আমরাই -বদলগাছী"সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্যরা বলেন আমাদের এ কার্যক্রম আরো গতিশীল করে আমরা আন্তঃউপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ে কাজ মানুষের পাশে থেকে হতদরিদ্রদের সাহায্য করব নতুন একটি সমাজ প্রতিষ্ঠা করব ।
এছাড়াও  আমরাই- বদলগাছী সংগঠনটি -দেশ ও বহির্বিশ্বের অভিশাপ করোনা যা দেশ ও বহির্বিশ্ব কে  করেছিল স্তব্ধ । করোনা কালীন সময়ে যখন সবকিছু স্তব্ধ তখন এ সংগঠনটি মানুষের দ্বারে- দ্বারে ঘুরে বিভিন্ন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে ছিলেন

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ