ভালোবাসা দিবসকে পরিপূর্ণ করতে "রাজ"এর নতুন মিউজিক ভিডিও সে আমার হইলো নারে

নিজস্ব প্রতিবেদকঃ ভালোবাসা দিবসকে সামনে রেখে অসাধারণ রোমান্টিক প্রেমের প্রেক্ষাপটে  নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছে Dream thief ইউটিউব পরিবার। 

"সে আমার হইলো নারে.." শিরোনামের গানটির মিউজিক ভিডিও আগামী ১৩-ই ফেব্রুয়ারী শনিবার বিকাল ৩ঃ৫০ মিনিটে প্রকাশিত হবে। 

এ প্রসঙ্গে মিঠুন কুমার রাজ  জানান, ইতিমধ্যে ভালোবাসা দিবসকে সামনে রেখে "সে আমার হইলো নারে.. " শিরোনামের গানটির মিউজিক ভিডিওর শুটিং এবং এডেটিং শেষ হয়েছে। 

তিনি আরও বলেন এই গানটির কাহিনী একটু ব্যতিক্রী হয়েছে। গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে রয়েছে রাজ, নবাগত নায়িকা আয়রা, হিমেল, রাসেল, রাকিব, রমিজ সহ প্রমুখ। 

এদিকে মিউজিক ভিডিও নিয়ে রাজ বললেন, বর্তমান সময়ের জনপ্রিয় একটি গান নিয়ে তিনি কাজ করছেন। তিনি নিজে ভিডিওটির পারিচালক এবং  মডেল হিসেবেও কাজ করেন।

তিনি আরও বলেন, গানটির শুটিং  খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। শুটিংয়ের মাঝে অনেক বিনোদন উপভোগ করেছে টিমের সবাই। আকাশে হঠাৎ বৃষ্টির আভাস আসলেও বৃষ্টি কিন্তু শুটিং থামাতে পারেনি। সবমিলিয়ে মিউজিক ভিডিওটি ভালোই হয়েছে। 

তিনি দর্শকদের কাছে তার টীমের জন্যে দোয়া চেয়েছেন এবং দর্শকদের উৎসাহ পেলে আবারও নতুন কিছু নিয়ে হাজির হবে। 

" সে আমার হইলো না রে"গানটির মিউজিক ভিডিও দেখতে চোখ রাখুন নিচের লিংকটিতে https://youtube.com/channel/UC5CgZrfJc-9gQYmG1WLLQ3A এব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ