আশাশুনিতে যুবলীগ নেতা তৈবারের পিতা আসাদুর রহমানের দাফন সম্পন্ন

আহসান উল্লাহ বাবলু , আশাশুনু সাতক্ষীরা প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি তবিবুর রহমান তৈবারের পিতা আসাদুর রহমান আর নেই।  পরিবার সুত্রে জানা গেছে আশাশুনির সদরের মরহুম মুনছুর আলী সরদারের বড় পুত্র উপজেলা আ'লীগের সাবেক কার্যনির্বাহির কমিটির সদস্য আসাদুর রহমান আসাদ (৫২) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে ৪ টা ৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে--------- রাজেউন) মৃত্যুকালে স্ত্রী, ৩পুত্র ও ২কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী মঙ্গলবার পারিবারিক কবরস্থানে জানাযার নামাজ শেষে দাফন করা হয়। মাওঃ নুর ইসলামের পরিচালনায় জানাযার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক রিপোর্টাস ক্লাবের সেক্রেটারি আব্দুস সামাদ বাচ্চু, জেলা পরিষদের সদস্য উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, সাবেক অধ্যক্ষ আব্দুর সবুর, সাইদুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা, জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, থানা জামে মসজিদের ইমাম প্রভাষক হাফেজ বাকিবিল্লাহ ওয়াপদা জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রউফ, আলহাজ অজিহার রহমান, শিক্ষক আবুল কালাম আজাদ,শিক্ষক রফিকুল ইসলাম মজনু, জাতিয় পার্টির সভাপতি রহুল আমীন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার,যুবলীগ নেতা আহসান উল্লাহ আছু, মিজানুর রহমান, আছাদুজ্জামান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি এম এম সাহেব আলী, সাংবাদিক বাহাবুল হাসনাইন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আছমাউল হুসাইন সহ মসুল্লিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ