রাজনীতির লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাজনীতির লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

জঙ্গি সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতেই হবে’ - মুহাম্মদ বদিউল আলম

জঙ্গি সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতেই হবে’ - মুহাম্মদ বদিউল আলম

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:- ২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলাকারীদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পটিয়া উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ১২ টায় পটিয়া মুন্সেফ বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।পটিয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাকিব হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম রুবেল।প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম ১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম।
প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক, সাবেক ছাত্রনেতা ডি.এম জমির উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পটিয়া উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক রিটন বড়ুয়া, যুবলীগ নেতা মোঃ মামুন, হাসান শরীফ, ইকবাল হোসেন, সুজন বড়ুয়া, ছৈয়দ নুর, মাসুদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, পটিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃ বাবু, সহ-সভাপতি মোঃ সজিব, মোঃ আসিফ, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ জোবায়ের, মোঃ সায়েম, নুরুল ইসলাম মানিক, নাজিমুল হক মাহিম, শেখ রিফাত, সাব্বির হোসেন প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ বদিউল আলম বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জঙ্গিবাদ মুক্ত হয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতেই বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে এই হামলা চালানো হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল তাদের দোসর বিএনপি-জামায়াত বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বারবার মাথা চাড়া দিচ্ছে। তাদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।' হামলাকারী পলাতক জঙ্গীদের ও এই হামলায় মদদ প্রদানকারী সহ জড়িতদের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।'

তিনি আরো বলেন, 'বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। ২০০৫ সালে দেশের ৬৩ জেলা ৫০০ টি পয়েন্টে বোমা হামলা চালিয়েছিল নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি। ধিক্কার জানাই সেই জেএমবির মদদদাতা বিএনপি জোট সরকারের প্রতি। তাদের বিরুদ্ধে সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। জঙ্গিবাদ কঠোর ভূমিকা পালন করছে আওয়ামী লীগ সরকার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ।

আশাশুনিতে যুবলীগ নেতা তৈবারের পিতা আসাদুর রহমানের দাফন সম্পন্ন

আশাশুনিতে যুবলীগ নেতা তৈবারের পিতা আসাদুর রহমানের দাফন সম্পন্ন

আহসান উল্লাহ বাবলু , আশাশুনু সাতক্ষীরা প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি তবিবুর রহমান তৈবারের পিতা আসাদুর রহমান আর নেই।  পরিবার সুত্রে জানা গেছে আশাশুনির সদরের মরহুম মুনছুর আলী সরদারের বড় পুত্র উপজেলা আ'লীগের সাবেক কার্যনির্বাহির কমিটির সদস্য আসাদুর রহমান আসাদ (৫২) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে ৪ টা ৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে--------- রাজেউন) মৃত্যুকালে স্ত্রী, ৩পুত্র ও ২কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী মঙ্গলবার পারিবারিক কবরস্থানে জানাযার নামাজ শেষে দাফন করা হয়। মাওঃ নুর ইসলামের পরিচালনায় জানাযার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক রিপোর্টাস ক্লাবের সেক্রেটারি আব্দুস সামাদ বাচ্চু, জেলা পরিষদের সদস্য উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান, সাবেক অধ্যক্ষ আব্দুর সবুর, সাইদুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা, জেলা পরিষদের সদস্য আব্দুল হাকিম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, থানা জামে মসজিদের ইমাম প্রভাষক হাফেজ বাকিবিল্লাহ ওয়াপদা জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রউফ, আলহাজ অজিহার রহমান, শিক্ষক আবুল কালাম আজাদ,শিক্ষক রফিকুল ইসলাম মজনু, জাতিয় পার্টির সভাপতি রহুল আমীন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার,যুবলীগ নেতা আহসান উল্লাহ আছু, মিজানুর রহমান, আছাদুজ্জামান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সাহেব আলী, রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি এম এম সাহেব আলী, সাংবাদিক বাহাবুল হাসনাইন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আছমাউল হুসাইন সহ মসুল্লিবৃন্দ।