জাগপা যশোরের উদ্যোগে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ

নিজস্ব সংবাদদাতা: ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে আজ সকালে,
 জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপা'র প্রেসিডিয়াম সদস্য, (প্রতিষ্ঠাতা সভাপতি যশোর জেলা, প্রধান সমন্বয়কারী খুলনা বিভাগ) একাদশ জাতীয় সংসদ নির্বাচন-(৩০ ডিসেম্বর ২০১৮)যশোর ৫ (মনিরামপুর) সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, জননেতা জনাব মোঃ নিজামদ্দিন অমিত ত্রর নেতৃত্বে জাগপা যশোরের উদ্যোগে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণে মধ্যদিয়ে ৫২' ত্রর মহান শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।   ত্র সময় অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন,জাগপা যশোর জেলা শাখার সহ-সভাপতি বজলু হাত্তলাদার,   সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, শেখ কায়েম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক,দপ্তর সম্পাদক ডাঃরবিউল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক কাজী জাবেদ,জাগপা নেতা মকুল শেখ,প্রতাপ বিশ্বাস,  সৌরভ বিশ্বাস, সুরুজ খান, ইমাম হোসেন,শংকর চন্দ্র পাল,শান্ত বিশ্বাস, ত্তদুদ মিয়া,বাচ্চু শেখ,রাজু মোল্লা,রূপসী বিশ্বাস, মায়া বিশ্বাস,রঘুনাথ বিশ্বাস, রিয়াজ হোসেন, মতিউর রহমান মতি,পারফেজ হোসেন,বিশ্বজিৎ কুমার,পৃথিবী, সিফাত হোসেন,রিফাত হোসেন, প্রমুখ।

শ্রদ্ধা নিবেদনের আগে সকাল ৮ ঘটিকায়,  জননেতা জনাব মোঃ নিজামদ্দিন অমিতের নেতৃত্বে জাগপা যশোরের এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্র্যালিটি যশোর দড়াটানা মোড় থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 

 আমরা ৫২' এর মহান শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ