পতেঙ্গায় নেভাল একাডেমীর প্রধান ফটক তৈরীর কারিগর মোস্তফা জামাল

হাসান রিফাতঃপতেঙ্গার শেষ প্রান্তে কর্ণফুলির তীর ঘেঁষা বাংলাদেশ নেভাল একাডেমীর নির্মানাধীন দৃষ্টিনন্দন ফটকটি ইতোমধ্যে সবার নজরে এসেছে।  এর অন্যতম কারণ এটি পতেঙ্গার খুবই চমৎকার এবং মনোরম একটি স্থানে অবস্থিত। দারুণ শৈল্পিকতার এই ফটকটি যাঁর হাত ধরে বাস্তবিক রূপ পাচ্ছে তিনি হলেন পতেঙ্গা ও দক্ষিণ হালিশহর এলাকার খুবই পরিচিত মুখ মোঃ মোস্তফা জামাল। 
এই দৃষ্টিনন্দন ফটকটির নির্মাণ ও এর নকশা ধারণা সম্পর্কে জিজ্ঞাসা করলে মোস্তফা জামাল,,  জানান
"একজন বিখ্যাত আর্কিটেক্ট ড্রয়িংটা আমাকে পাঠিয়েছিলেন এটার একটা মডেল তৈরি করতে এবং আমি মডেলটা তৈরি করে দেয়ার পর আমাকে তিনি জিজ্ঞেস করলেন  আমি কি এটার বাস্তব রূপ দিতে পারব কিনা?  , আমি বললাম চেষ্টা করে দেখতে পারি , আমাকে বলা হল আপনাকেই কাজটা শেষ করতে হবে, এবং সেই থেকে কাজ চলছে,  "
মোস্তফা জামান এর বাড়ি ইপিজেড থানা এলাকার সিমেন্ট ক্রসিং, তিনি আরও জানান "সিমেন্ট ক্রসিং এর  আফিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সহযোগিতায়  এই কাজটি করছি,  ইনশাআল্লাহ আর মাস তিনেক এর মধ্যে এটি সম্পন্ন হবে। "।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ