আশাশুনির শ্রীউলা ইউপি চেয়ারম্যান সাকিলের অফিস উদ্বোধন ও পথসভা

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার শ্রীউলা  ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা সাকিলের নির্বাচনী অফিস উদ্বোধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুইজালা বাজারে অফিস উদ্বোধন শেষে পথসভায় সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, শ্রীউলা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার মন্ডল, সমাজসেবক কালাম উজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে  চেয়ারম্যান আবু হেনা সাকিল বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে দীর্ঘ ১৮ বছর যাবত জনগণের সেবায় নিয়োজিত আছি। ভাঙ্গন কবলিত এই জনপদের বানভাসি মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে আমি আপনাদের সাথে নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শ্রীউলা ইউনিয়নের অনেক উন্নয়ন করেছিলাম। কিন্তু প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্ফানে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়ে আমার ইউনিয়নের সকল উন্নয়ন সম্পূর্ণরূপে মিলান হয়ে গেছে। পরবর্তীতে সরকারি সহায়তায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ চলমান রয়েছে। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিবে তাকে বিজয়ী করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। সাংবাদিক এম এম সাহেব আলীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক বিকাশ কুমার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সঞ্জয় মিশ্রসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ