রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তুলে আকবর আলী ধনী নামে এক বীর মুক্তিযোদ্ধাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় মুক্তিযুদ্ধ মঞ্চ হাতীবান্ধা শাখার আয়োজনে হাতিবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারন সম্পাদক রনিউল ইসলাম রিপন,মুক্তিযোদ্ধার সন্তান কামরুজ্জামান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান উন্মুক্ত মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির যুগ্নসাধারন সম্পাদক অাজিজুল হক,উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম কাজল,সহ-সভাপতি জামিয়ার জয় এবং ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান হাসান সহ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, অতিদ্রুত এঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে প্রয়োজনী ব্যবস্থা নিতে হবে। এর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন তারা।
উল্লেখিত গত শনিবার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও জাতীয় পত্রিকায় উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী এলাকায় চেয়ারম্যানের বাড়িতে বীর মুক্তিযোদ্ধা আকবর আলী ধনীকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের খবর প্রকাশ হয়।এতে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী ও মুক্তিযোদ্ধারা।এদিকে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম জানিয়েছেন,মামলা নেয়া হয়েছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।