নড়াইলে আদালতের নির্দেশে মৃত্যুর ছয় মাস পরে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

মোঃ  আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইলঃ নড়াইলে আদালতের আদেশে মৃতুর    ছয় মাস পর ময়না তদন্তের জন্য  নড়াইল জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন এর উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।

 মামলা সূত্রে জানা যায়। নড়াইল সদর থানার যদুনাথপুর গ্রামের,,,, মেয়ে তন্নীর লোহাগাড়া উপজেলার মাকড়াইল গ্রামের তবিবার মৃধার ছেলের সাথে চার বছর আগে বিবাহ হয়। বিবাহর পর থেকে যৌতুকের জন্য মারধর করতো তন্নিকে। তন্নির      পরিবারের  অভিযোগ তন্নীকে   স্বামীসহ তার শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধ করে মেরে ফেলেছে।

 তন্ননির ভাই , বাদী বলেন আমার বোনকে তার শ্বশুরবাড়ির লোকজন মেরে আমাদের সংবাদ দেন স্টক করে মারা গেছে। সেভাবে আমরা মাটি দিয়ে দেই, পরে খোজ খবর নিয়ে জানতে পারি যে আমাদের বোনকে ওরা শ্বাসরোধ করে মেরেছে।তারপর আমি আদালতের শরণাপন্ন হই। এবং দোষীদের শাস্তির দাবি করেন তিনি। এলাকাবাসী মনু মিয়া দোষীদের ফাঁসি দাবি করেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ আলাউদ্দিন সাংবাদিকদের বলেন  নড়াইল বিজ্ঞ আদালতের  আদেশে লাশের ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ