পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক মুজ্জাকির হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

নাঈমুর রহমান কুয়াকাটা প্রতিনিধি  : নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে উপজেলায় কর্মরত সাংবাদিকরা মানবন্ধন ও সমাবেশে করেছে ।

মঙ্গলবার বেলা ১১টা থেকে কলাপাড়া প্রেসক্লাব চত্বরে সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন সাংবাদিকরা। মানববন্ধনে সাংবাদিকদের দাবির সাথে, মানবাধিকার কর্মী, পরিবেশকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ সংহতি প্রকাশ করেন।

এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মেজবাহ উদ্দিন মান্নু সাবেক সভাপতি কলাপাড়া প্রেসক্লাব , অমল মুখার্জি সদস্য কলাপাড়া প্রেসক্লাব, জসিম পারভেজ সদস্য কলাপাড়া প্রেসক্লাব, এসকে রঞ্জন সভাপতি কলাপাড়া রিপোটার্স ক্লাব, নিল রতন কুন্ড সভাপতি কলাপাড়া সাংবাদিক ক্লাব সহ কলাপাড়া সাংবাদিক সংগঠনের সদস্য বৃন্দ।  

বক্তারা বলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির ,  একই দাবিতে একযোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগ  প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন  করেন সাংবাদিকরা

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ