জেএফএ অনুর্ধ -১২ নারী ফুটবলে দিনাজপুর চ্যাম্পিয়ন

মামুনুর রশিদ ,দিনাজপুর প্রতিনিধি  :জেএফএ অনুর্ধ -১২ নারী ফুটবলে দিনাজপুর  চ্যাম্পিয়ন হয়েছে। দিনাজপুর   ফাইনালে ৩-২ গোলে রংপুর নারী ফুটবল দলকে হারিয়েছে।
২৮ ফেব্রুয়ারী রবিবার বিকেলে দিনাজপুর ষ্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় জেএফএ অনুর্ধ -১২ নারী ফুটবল খেলায় দিনাজপুর ও রংপুর নারী ফুটবল দল অংশ নেয়। খেলার নির্ধারীত সময়ে  কোন গোল না হওয়ায় খেলা  ট্রাইবেকারে গড়ায়। টাইবেকারে দিনাজপুর ৩-২ গোলে রংপুর নারী ফুটবল দলকে হারায়। খেলা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের  কর্মকতা মো: রাহুল ট্রফি বিতরন করেন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএফএর সহ সভাপতি আব্দুস সাত্তার। এসময় ডিএফএর সদস্য মোস্তাফিজুর রহমান দুলাল, সহিদুল ইসলাম , ফাইমা ইসলাম কলি, এবং ঢাকা  থেকে আগত বাফুফের কর্মকতা পাপ্পু উপস্তিত ছিলেন। জেএফএ অনুর্ধ -১২ নারী ফুটবল খেলায় রংপুর বিভাগের ৮টি জেলা নারী দল অংশ নিয়েছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ