হোমনা পৌরসভার নব নির্বাচিত পরিষদের সংবর্ধনায় সেলিমা আহমাদ এমপি হরতাল দিয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করছে

শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা ব্যুরো প্রধানঃ
বাংলাদেশ যেখানে এগিয়ে যাচ্ছে সেখানে হরতাল দিয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবে না। জনগণ এ হরতাল সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। জনজীবন ছিল স্বাভাবিক। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন, সেই স্বপ্ন যেন কোনোভাবেই ব্যাহত না হয় এব্যাপারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। রবিবার কুমিল্লার হোমনা পৌরসভার নব নির্বাচিত পরিষদের সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভার টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনও রুমন দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, মহিলা  ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক মোল্লা, অ্যাড. মফিজুল ইসলাম ও মো. হাবিবুর রহমান সরকার, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন,  হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আ. হক সরকার, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, ঘাতক দালাল নির্মূল কমিটিার সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, যুবলীগ সাধারণ সম্পাদক কায়সার বেপারী, সাবেক কাউন্সিলর রাজ মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার প্রমুখ। পরে প্রধান অতিথিকে পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক নৌকা উপহার দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ