খোন্দকার আব্দুল্লাহ বাশার,খুলনা ব্যুরো প্রধান: স্বাধীনতার ৫০ বছর পূর্তির সুবর্ণজয়ন্তীতে ঝিনাইদহ জেলা অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ৮ টার দিকে এ র্যালী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের ম্যধদিয়ে শেষ হয়।
র্যালী ও আলোচনা সভায় ঝিনাইদহ জেলা অনলাইন প্রেসক্লাব ও সকল উপজেলা ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা অনলাইন প্রেসক্লাব এর আহবায়ক মোঃ সালাম হোসেন,যুগ্ন আহবায়ক,শহিদুল ইসলাম, ফয়সাল আহম্মেদ, আলিফ আবেদীন গুঞ্জন, অন্যতম নির্বাহী সদস্য ইমরান হোসেন রানা,এস এম সেলিম, রবিউল ইসলাম, মিল্টন রেজা, পাপ্পু হোসেন, রমজান হোসেন, সোহেল চৌধুরি, রিংকু বিশ্বাষ, আজিম হোসেন, মিশন হোসেন, শ্যামল কুমার, আলিফ আহম্মেদ সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগন বলেন, হাত দিয়ে যেমন সূর্য্যর আলো রোখা যায় না, তেমনি যত ষড়যন্ত্রই আসুক না কেন,আমাদের জোয়ারের ঢেও ঠেকানো যাবে না।