![]() |
মোহনগঞ্জে মুজিববর্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত |
আজহারুল ইসলাম মোহনগঞ্জ প্রতিনিধি নেত্রকোনা : সারাদেশের ন্যায় নেত্রকোনার মোহনগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষা প্রতিষ্টান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত করে ।
এ লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমেই স্থানীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,পৌর মেয়রও কাউন্সিলরগন, উপজেলা আওয়ামীলীগ ও এর অংগসংগঠন সমুহ,মোহনগঞ্জ থানা,আখলাকুল হোসাইন কল্যান ট্রাস্ট,মোহনগঞ্জ প্রেস ক্লাব, এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ৮ ঘটিকায় মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে পুলিশ আনসার ও ভিডিপি কাব দল, বাংলাদেশ স্কাউটস গার্লস ইন স্কাউটস, ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
বাদ জোহর স্ব স্ব ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ /আত্মদানকারী/ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য মসজিদ মন্দির ও অন্যান্য উপস্যনালয়ে বিশেষ মোনাজাত/ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বেলা ২টায় হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
বেলা ১১টায় হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আরিফুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল, সহকারী কমিশনার( ভূমি) নাজনীন সুলতানা ,ভাইস চেয়ারম্যান বাবু দিলীপ দত্ত,ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার শান্তা,বারহাট্রা সার্কেল সাইদুর রহমান,ওসি আব্দুল আহাদ খান, সাবরেজিস্ট্রার সাখাওয়াত হোসেন সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রী,সাংবাদিক সহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ,ও সর্বস্তরের জনগন।