বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশ হওয়ায় পটিয়া পুলিশ প্রশাসনের উদ্যোগে আনন্দ উদযাপন

সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-চট্টগ্রামের পটিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সুপারিশ প্রাপ্ত হওয়ায় আজ রবিবার বিকেল ৫ টায় স্থানীয় একটি কনভেনশন সেন্টারে পটিয়া থানা পুলিশের উদ্যোগে কেক কেটে আনন্দ উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি । এতে সভাপতিত্ব করেন পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার, অতিরিক্ত ডিআইজি প্রশাসন ও অর্থ ইকবাল হোসেন পিপিএম বিশেষ পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্বা আ ক ম সামশুজ্জমান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, পটিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধূরী, পিবিআই,র পুলিশ সুপার নাজমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, মুক্তিযোদা কমান্ডার মো: মহি উদ্দিন । সঞ্চালনায় ছিলেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোলাইমান ও পটিয়া থানার সেকেন্ডে অফিসার মোঃ খালেদ। জাতীয় সংসদের হুইপ পটিয়ার এমপি আলহাজ্ব সামশুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ আজ জাতিসংঘ থেকে স্বল্প উন্নত রাষ্ট্রের তালিকা থেকে আজ উন্নয়নশীল রাষ্ট্রের যে স্বীকৃতি পেয়েছে তা বাংলাদেশকে ২০৪১ সালের আগেই উন্নত সমৃদ্ব রাষ্ট্রের কাতারে নিয়ে আসতে অনুপ্রেরনার উৎস হয়ে থাকবে। তিনি আরো বলেন আজ, জাতির পিতার সুদীর্ঘ সংগ্রামের ফসল স্বাধীন বাংলাদেশ। তিনি এ দেশের চলমান অগ্রগতি সুসংহত করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। তিনি পুলিশ বাহিনীকে জনসেবার মাধ্যমে জনগনের আস্থা অর্জনের আহবান জানান। পরে এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুস্টিত হয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ