আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) পথশিশুদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭ ঘটিকায় নিসচা বড়লেখা উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে পথশিশুদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা'র উপদেষ্টা জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার ইকবাল হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধারাভাষ্যকার আফজাল হোসাইন, পৃষ্টপোষক ও মেঘনা লাইফ ইন্সুইরেন্স বড়লেখা শাখার ইনচার্জ আতিকুর রহমান, দুবাই প্রবাসী ময়না মিয়া প্রমুখ।
পথশিশুদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন বড়লেখা সরকারি কলেজের ইমাম মাওলানা কামরুল ইসলাম।