স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে জবিতে কর্মসূচি ঘোষণা

জবি প্রতিনিধি:
'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস-২০২১'  যথাযথ মর্যাদায় উদযাপনের নিমিত্তে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্মসূচি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপাচার্যের (দায়িত্বপ্রাপ্ত) আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মার্চ (শুক্রবার) সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান শুরু হবে। সকাল ৭:৪৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ-এর নেতৃত্বে সরকারী স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে নির্দিষ্টসংখ্যক প্রতিনিধি নিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়াও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আলোকসজ্জাকরণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, এবছর সারাদেশেই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হচ্ছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সরকার বিভিন্ন কর্মসূচি ঘোষণা করলেও করোনা মহামারীর কারণে তা সীমিত করা হয়েছে। ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত সরকারিভাবে নানান কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হচ্ছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে যোগদান করছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ