মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যু, শিক্ষকসহ গ্রেফতার ৭

নারায়ণগঞ্জ, শিপন:মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যু, শিক্ষকসহ গ্রেফতার ৭ ।নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাব্বির হোসেন (১৪) নামে এক মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যুর পর শিক্ষকসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।ওই ছাত্রের বাবা মামলা দায়েরের পর তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মাদরাসা শিক্ষক শওকত হোসেন সুমন (২৬), জোবায়ের আহম্মেদ (২৬) ও আব্দুল আজিজ (৪২), শামিম (১৬), মাহামুদুল হাসান (১৫), আবু তালহা (১৫), আবু বক্করকে (১৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা

নিহত মাদরাসাছাত্র ছাব্বির হোসেন রূপগঞ্জের শান্তিনগর এলাকার জামাল হোসেনের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের রওজাতুল উলুম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এ এস এম শাহীন বলেন, 'রওজাতুল উলুম মাদরাসার আবাসিকে থেকে পড়ালেখা করতো সাব্বির হোসেন। বুধবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে মাদরাসার এক শিক্ষক যুবায়েরের পরিবারকে জানায়, সাব্বির মাদরাসার ছাদে উঠার সিঁড়ির গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেছে। স্বজনরা সেখানে আসছে তাদের ভয় দেখায় থানায় অভিযোগ না দিতে। তারা পুলিশকে অভিযোগ না দিয়ে মাদরাসা থেকে মরদেহ নিয়ে রূপগঞ্জে নিজ এলাকায় দাফন করে। দাফনের আগে গোসলের সময় নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পায় স্বজনরা। পরে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, 'মামলা দায়েরের পর সন্দেহভাজন সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। তিন শিক্ষকের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।'

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ