নবীনগরে সাংবাদিক সংগঠনের প্রথম নারী সভাপতি বেবী,সাধারণ সম্পাদক নাজিম

স্টাফ রিপোর্টারঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সলিমগঞ্জে (১১/০৩/২০২১) রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় এক দল সৎ-সাহসী সাংবাদিক নিয়ে গঠিত হয়েছে " নবীনগর সাংবাদিক ফোরাম"। সভাপতি হাজিয়া বেবী বিন্তে বাছেদ ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন।  নবীনগরে সাংবাদিক সংগঠনে প্রথম নারী সভাপতি হিসেবে বেবী কে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সুধীজনরা। এ সময় উপস্থিত ছিলেন স্থানিয় সাংস্কৃতিক ব্যক্তি, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তি ও আওয়ামী লীগ নেতাকর্মী সহ অন্যনরা। সদ্য সভাপতি হওয়া নবীনগর সাংবাদিক ফোরামের  সভাপতি সাংবাদিক হাজিয়া বেবী বিন্তে বাছেদ বলেন, একজন নারী সাংবাদিক হিসেবে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।  আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় একজন সভাপতি হিসেবে নবীনগরের মানুষের ও দেশের কল্যানে কাজ করে যেতে চাই।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ