যশোরে নবম শ্রেণির ছাত্র খুন

 
নিজস্ব সংবাদদাতা  : যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের এনায়েতপুরে স্কুল ছাত্র রাকিবকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। রোববার (২১ মার্চ) রাত ৯টার দিকে ইদগাহ মাঠে ঘটনাটি ঘটে। নিহত রাকিব হোসেন (১৬) এনায়েতপুর গ্রামের পূর্ব পাড়ার মালয়েশিয়া প্রবাসী হাফিজুর রহমানের ছেলে এবং হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নিহতের চাচাতো ভাই পারভেজ হোসেন জানান, রোববার রাতে আমরা ইদগাহ মাঠে বসে মোবাইলে গেম খেলছিলাম। এসময় এনায়েতপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে সোহান সেখানে আসে। কোন কিছু বুঝে উঠার আগেই রাকিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা   তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জর"রি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন জানান,রাকিবকে মৃত অবস্থায়  হাসপাতালে আনা হয়েছে। তার বুকে ডান পাশে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। 
নিহতের দাদি সাইদা ও চাচা তাজ উদ্দিন জানান, কি কারণে রাকিবকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে এই মূহুর্তে বলতে 
পারছে না।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ